কুড়িগ্রামে ২৫৭ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও স্কাইসহ আবুসামা (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে জেলার ফুলবাড়ী থানার এসআই শাহানুর আলমের নেতৃত্বে ফুলবাড়ী থানার একটি বিশেষ দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের আবু সামার বসতবাড়ি তল্লাশি করে ১৫৬ বোতল ফেনসিডিল ও ১০১ বোতল মাদকদ্রব্য ইস্কাপ উদ্ধার করে, এসময় আবু সামাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ফুলবাড়ী থানা এলাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ফুলবাড়ী থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আটক মাদক কারবারি আবু সামারবিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply