মালয়েশিয়ার জোহর রাজ্যের গেলাং পাতার শিল্প এলাকায় চারটি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ তিন বাংলাদেশির সবাই মারা গেছেন।
আজ সোমবার এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইস্কান্দার পুতেরি জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এম কুমারাসন।
এম কুমারাসন জানান, গত পাঁচ দিন ধরে স্থানীয় সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল রবিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে মারা যান ২১ বছর বয়সী সালাম ওরফে আকাশ নামের এক বাংলাদেশি। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন শুক্রবার সন্ধ্যা ৭টায় এবং শনিবার দিবাগত রাত ৩টায় মারা যান। তাদের একজনের নাম জব্বার আলী এবং অপরজন আবু তাহের।
গত ১০ অক্টোবর এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। নিহত তিনজনের বাড়িই মুন্সীগঞ্জে। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান জানান, দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে।
তিনজনের মরদেহ খুব শিগগির দেশে পাঠানোর ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে হাইকমিশন।
সূত্র: বিবিসি বাংলা
সম্পাদক : অ্যাডভোকেট কাউসার মাহমুদ
৫৬ পুরানা পল্টন, ঢাকা ১০০০, মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
Copyright © 2025 Ajker Kagojbd. All rights reserved.