কুড়িগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় রবীন্দ্রনাথ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় নিহত রবীন্দ্রনাথের শ্যালক অন্তর রায়কে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজারহাট উপজেলার মণ্ডলের বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত রবীন্দ্রনাথ রায় কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের মৃত টুলুরাম রায়ের ছেলে। এ ঘটনায় রবীন্দ্রনাথের শ্যালক অন্তর রায়কে আহত অবস্থায় রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্হানীয় নিহতের পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, রবীন্দ্রনাথ ও তার শ্যালক অন্তর রায় একই মোটরসাইকেলে করে রাজারহাট হয়ে তিস্তার দিকে যাচ্ছিলেন। পথে মণ্ডল বাজারের পাশের ব্রিজ এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলটি সড়ক থেকে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রবীন্দ্রনাথের মৃত্যু হয় এবং আহত অন্তরকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, হাসপাতাল থেকে দুর্ঘটনার খবরটি আমাদের জানানো হয়। এরপর হাসপাতালে গিয়ে পুলিশ মরদেহ দেখতে পায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply