ধার্মিক ছেলে পেলে বিয়ে করবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি।
প্রিয়াঙ্কা বলেন, ‘আমি ধার্মিক ছেলে পেলে বিয়ে করব। মনের মতো মানুষের অপেক্ষায় আছি। যদি তেমন কাউকে পেয়ে যাই অবশ্যই বিয়ে করব।’
তিনি বলেন, ‘বিয়ের পর শোবিজ অঙ্গন ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে আমার। মন দিয়ে সংসার করব ও ধর্ম পালন করব।’
প্রিয়াঙ্কা ওই সাক্ষাৎকারে দাবি করেন, তার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই নামাজ পড়েছেন। বিষয়টি নাকি পরবর্তীতে তাকে জানিয়েছেন তারা। শুধু তাই নয়, ঘুমের আগে সুরা ‘মুলক’ না পড়লে রাতে শান্তিতে ঘুমাতে পারেন না বলে দাবি করেন তিনি।
প্রিয়াঙ্কা মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রেও কাজ করছেন। ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে তিনি শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর অনেক নাটকে অভিনয় করেছেন। এ ছাড়া বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। সম্প্রতি সিনেমাতেও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।
Leave a Reply