1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু - Ajker Kagojbd
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু

এস এম রাসেল
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১০৩৩ ভিউ
Spread the love

রাজধানী মিরপুরের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে মিরপুর মডেল থানা পুলিশ।মিরপুরের অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায়, বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া অবৈধ অস্ত্র, মাদক উদ্ধারের পাশাপাশি ছিনতাই প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ যায়গাতে কৌশলগত স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে পুলিশ। তারি ধারাবাহিকতায় মিরপুর থানা পুলিশের উদ্দ্যোগে জার্মান টেকনিক্যালের সামনে এই চেকপোস্ট পরিচালনা করে মিরপুর থানা পুলিশ।

বুধবার ৬”নভেম্বর দুপুর তিনটা থেকে চেকপোস্টের তল্লাশির কার্যক্রম শুরু করেন। এসময়ে সড়কে যাতায়াতরত বিভিন্ন গাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক আছে কিনা তা উদ্ধারের উদ্দেশ্যে তল্লাশি পাশাপাশি ফিটনেস বিহীন গাড়ি সড়কে চলছে কি না তারও কাগজ চেক করে পুলিশ সদস্যরা। এ সময় চেকপোস্টের তল্লাশির দিক নির্দেশনা দেন মিরপুর মডেল থানার ওসি তদন্ত সাজ্জাদ রুমন আর চেকপোস্ট পরিচালনা করেন মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ রাজীব সহ তার সঙ্গীও ফোর্স।
পরে পুলিশ জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দুই পালায় এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রথম পালা বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে। দ্বিতীয় পালায় রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হবে। চেকপোস্ট কার্যক্রম চলাকালে নগরবাসী ও ঢাকায় প্রবেশকারী সব যানবাহনের চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করছে ঢাকা মহানগর পুলিশের সদস্যরা। তবে রাজধানীতে পুলিশের বিশেষ এই চেকপোস্ট কার্যক্রম কত দিন চলবে সেই বিষয়ে এখনই কিছু জানানো হয়নি।

চেকপোস্ট পরিচালনাকারি মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ রাজীব “আজকের কাগজকে” বলেন, “অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং ছিনতাই প্রতিরোধে আমাদের এই চেকপোস্টে তল্লাশি করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দুই পালায় এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *