1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার - Ajker Kagojbd
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ অপরাহ্ন

একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩০ ভিউ
Spread the love

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে পৌর শহরের রানীর বাজার এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃতদের মধ্যে রয়েছেন- স্বামী জনি বিশ্বাস (৩২), তার স্ত্রী নিপা রাণী বিশ্বাস (২৬), ছেলে ধ্রুব বিশ্বাস (৭) ও মেয়ে কথা বিশ্বাস (৫)। তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরায়। জনি বিশ্বাস ভৈরবে ওয়ার্কশপ মিস্ত্রী হিসেবে কাজ করতেন। ভৈরব পৌর শহরের রানীর বাজারের একটি বাসায় ভাড়া থাকতেন তারা।

স্থানীয়রা জানান, পরিবারটি কিছুদিন ধরেই এই এলাকায় বাস করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীন জানান, পুরুষের লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল। মহিলার গলা কাটা এবং বাচ্চা দুটি শ্বাসরোধ করে মারা হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। লাশগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগে ক্রাইমসিনের সদস্যরা লাশ পর্যবেক্ষণ করবেন বলে পুলিশ জানিয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *