কুড়িগ্রামের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও জনবল বৃদ্ধির পাশাপাশি টহল জোরদার করেছে বিজিবি । পাশাপাশি জনসচেনতামূলক সভাসহ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে কুড়িগ্রামের বিজিবির ২২ ব্যাটালিয়ন।
কুড়িগ্রাম সদর দপ্তরের বিজিবির ২২ ব্যাটালিয়ন মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়- কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ২শ ৯৩ কিলোমিটার সীমান্ত পথে অবৈধভাবে অনুপ্রবেশ রোধকল্পে জনবল বৃদ্ধির পাশাপাশি টহল কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে জনসচেতনতামূলক সভা করে স্থানীয় জনসাধারণকে এ বিষয়ে সচেতন করা হয় ।
সীমান্তে সন্দেহজনক ও অস্বাভাবিক কোন কার্যক্রম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক বিজিবিকে সংবাদ প্রদান করে তথ্য প্রদানের জন্য স্থানীয়দের অনুরোধ করা হয়েছে।
সীমান্তের গ্রামগুলোতে স্থানীয় ভলেন্টিয়ারদের সাথে সমন্বয়ের মাধ্যমে স্পর্শকাতর স্থানগুলোতে পাহারার ব্যবস্থা করা হয় । সীমান্তবাসীরা বলছে প্রতিটি সীমান্ত গ্রামে বিজিপির টহল জোরদার করেছে।
Leave a Reply