দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের যেন সীমা নেই। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ। তারি ধারাবাহিকতায় রাজধানী মিরপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময়ে শীত বস্ত্রহীন মানুষের মাঝে প্রায় তিন শতাধিক কম্বল বিতরন করা হয়। উক্ত শীতবস্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিরপুর থানা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হাবিবুর রহমান বাবুল মোল্লা।
মিরপুর থানাধীন আরপি টাওয়ারের সামনে গত ৩”রা ফেব্রুয়ারি সোমবার শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানটি দুপুর দুইটায় শুরু হয় সন্ধা ৭”টা বাজে শেষ হয়। শীতবস্ত্র বিতরণের সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব”। “দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। “তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো”। “শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, “তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব”। “হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত”।
শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে তার বক্তব্যে তিনি একথা বলেন। উক্ত শীতবস্ত বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফিজুর রহমান শুভ্র আহবায়ক সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি, জিয়াউর রহমান জিয়া আহব্বান সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি, হানিফ মিয়া সাবেক আহ্বায়ক সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি, খলিল চৌধুরী সাবেক যুগ্ন আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর যুবদল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন, আবুল কালাম আজাদ লেলিন সাবেক সহ-সভাপতি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, রফিকুল ইসলাম জিন্নাহ সিনিয়র যুগ্ন সম্পাদক ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, পিয়াস সহ-সভাপতি বাংলা কলেজ ছাত্রদল, পারভেজ সভাপতি দারুস সালাম থানা শ্রমিক দলের নেতাসহ বিএনপি’র অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে শীতবস্ত্র বিতরণের শেষে গরীব দুঃখি অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন যুবদলের নেতা কর্মীরা।
Leave a Reply