রাজধানীর পল্লবীতে অজ্ঞাত এক শিশু কন্যার মৃত ও জখম অবস্থায় বাজারে ব্যাগ থেকে থানা পুলিশ উদ্ধার করে ।
আজ শুক্রবার ভোর ৪টায় হতে অনুমান ৩ টার মধ্যে যে কোন সময় হত্যা করেছে বলে পুলিশের ধারণা। পল্লবী থানাধীন মিরপুর ১২ হতে দিয়া বাড়ি যেতে মেট্রোরেলের ১২৪ নাম্বার পিলারের ৪/৫ ফুড পশ্চিমে লেকের পারে খালি জায়গায় । পুলিশের ধারণা উদ্ধারকৃত শিশুটি বয়স অনুমান ৪ মাস হতে পারে, বাজারে ব্যাগে চাদরে মোড়ানো মৃতশিশুটির গলার পিছনে জখম অবস্থায় পাওয়া যায়।
৯৯৯ ফোন কলের মাধ্যমে সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ ও কিলো-৭৩ অফিসার এবং এসআই /আশরাফুল ঘটনাস্থলে যান । উপস্থিত লোকজনকে জিজ্ঞাসা করিলে শিশুটিকে কেউ চিনেন না বলিয়া জানান । সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করিয়াছে।
পল্লবী থানার ওসি জানান এই ঘটনা সংক্রান্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply