1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মিরপুরে মহিলা দলের নেত্রীর দখলে আড়াই কোটি টাকা মূল্যের সরকারি প্লট , থানায় জিডি - Ajker Kagojbd
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২২ অপরাহ্ন

মিরপুরে মহিলা দলের নেত্রীর দখলে আড়াই কোটি টাকা মূল্যের সরকারি প্লট , থানায় জিডি

আফজাল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ ভিউ
Spread the love

রাজধানীর মিরপুরের রুপনগরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের একটি আড়াই কাঠার প্লট দখলের অভিযোগ উঠেছে শিল্পী ইসলাম নামে এক মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে। শিল্পী ইসলাম রুপনগর থানা মহিলা দলের সদস্য সচিব। গত শুক্রবার দলবল নিয়ে মিরপুর ১২ নম্বরের দুয়ারীপাড়ার ৮ নম্বর সেকশনের ক ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর প্লটটি তিনি দখল করেন। সরকারি এই প্লটটির বর্তমান বাজার দাম প্রায় আড়াই কোটি টাকা বলে জানান সংশ্লিষ্টরা। এ ঘটনায় ২৮ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর রুপনগর থানায় একটি জিডি করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকা ডিভিশন১ এর উপ সহকারী প্রকৌশলী মাহমুদুর রহমান।
জিডি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জাতীয় গৃহায়নের আওতাধীন মিরপুরস্থ সেকশন ৮ (দুয়ারীপাড়া) এর ক এবং খ এলাকার আবাসিক প্লট সমূহের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও অবৈধ দখলদার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আইন শৃংখলা বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ করা হয়। গত ২৬ তারিখ রোববার রাত সাড়ে এগারোটায় শারমিন আক্তার সহ অঞ্জাত ২/৩ জন দুয়ারীপাড়ার ৮ নম্বর সেকশনের ক ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর প্লটটি অবৈধভাবে দখলে নেন। পরের দিন সোমবার জাতীয় গৃহায়ণের পক্ষ থেকে প্লটটি খালি করার জন্য দখলদারদের বলা হলে তারা প্লট দখলে রাখার ঘোষনা দিয়ে উলটো প্রকৌশলী মাহমুদুর রহমানকে ভয়ভীতি ও হুমকি দেন ।
জাতীয় গৃহায়নের উপ সহকারী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন ৩-৪ দিন আগে শিল্পী নামে এক বিএনপি নেত্রী বাউন্ডারি ভেঙ্গে গৃহায়নের প্লটটি দখল করে তালা মারেন। দখলকৃত প্লটটি দেখা শুনার জন্য তিনি (শিল্পী) শারমিন নামে এক প্রতিনিধি নিয়োগ করেন। আমি ঘটনাস্থলে গিয়ে তথ্য প্রমান সহ শিল্পীর নাম ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করেছি। সরকারি জমি দখলের ব্যাপারে তার কাছে ফোন করলে সে ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে যায়।
জাতীয় গৃহায়নের এই প্রকৌশলী আরও বলেন ৫ আগস্টের পর বিএনপি’র নাম ভাঙিয়ে কয়েকটি প্লট দখল করা হয়েছে। এই ঘটনায় জিডি করা হয়েছে। দখলদারদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নিবো।
এ ব্যাপারে জানতে চাইলে রুপনগর থানা মহিলা দলের সদস্য সচিব শিল্পী বলেন আস্তাগফিরুল্লাহ আমি কোন প্লট দখলের সাথে জড়িত না। আপনি খোঁজ খবর নেন। ২-৩ দিন আগে আামি দুয়ারিপাড়া গিয়েছিলাম। সেখানে শারমিন নামে আমার এক কর্মীর সাথে দেখা হয়। সে (শারমিন) একটি প্লটের ভিতর বসেছিলো। আমি প্লটে ঢুকে তার সাথে ১০ মিনিটের মতো কথা বলি।পরে জেনেছি ওই প্লটের কাগজপত্র তার কাছে আছে।
তিনি আরও বলেন প্লট দখলের ঘটনায় গতকাল জাতীয় গৃহায়নের এক কর্মকর্তা আমাকে ফোন করেছিলেন। আমি তাকে সব ভেঙ্গে বলেছি। তারপরও তিনি বলেছেন আমার বিরুদ্ধে কেস করবেন আর আফরোজা ( মহিলা দল কেন্দ্রিয় কমিটির সভাপতি) আপার কাছে বিচার দিবেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *