1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে: তারেক রহমান - Ajker Kagojbd
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে: তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৭ ভিউ
Spread the love

বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারের নারীদের জন্য একটি করে কার্ড দেওয়া হবে।
আজ মঙ্গলবার সাতক্ষীরা তুফান কনভেনশান সেন্টারে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত কর্মশালায় তারেক রহমান এ ঘোষণা দেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে ১৭ বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন, তাদের সাথে নিয়ে সরকার গঠন করা হবে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। কারণ আমরা সবাই বাংলাদেশি।’

তারেক রহমান বলেন, ‘বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে সাতক্ষীরায় রেললাইন স্থাপন করা হবে। এ ছাড়া প্রত্যেক পরিবারের নারীদের জন্য একটি কার্ড প্রদান করা হবে। এর মধ্যে যে অর্থ সরবরাহ করা হবে, তা দিয়ে নারীরা তাদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করবে।’

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেকার আহমেদের সভাপতিত্ব কর্মশালায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, সাবেক এমপি হাবিবুল ইসলাম, ডা. শহিদুল আলম, কাজী আলাউদ্দীন, বিএনপির কেন্দ্রীয় সদস্য আতিকুর রহমান রুমন, রেহেনা আখতার রানু, মাহমুদা হাবিবা, রহমাতুল্লাহ পলাশ, তারিকুল হাসান প্রমুখ।

কর্মশালায় জেলা বিএনপিসহ দলটির উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের সুপার ফাইভ নেতা অংশ নেন। একই কর্মশালা সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

দিনব্যাপী কর্মশালার শেষ পর্বে বিকেল ৪টায় ভার্চ্যুয়ালি যোগ দেন তারেক রহমান। এ সময় তিন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার কাছে ৩১ দফাসহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেন। দলের ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে উত্তর দেন তিনি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *