সরকার উদ্যোক্তাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবে বলে জানিয়েছেন অন্তর্বতী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ শনিবার বিকেলে বাংলা একাডেমির প্রাঙ্গণে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত ‘যুবমেলা ২০২৪’ এর আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের দেশে ১ কোটি ৮০ লাখ বেকারের সংখ্যা। বেকারদের একটি বড় অংশই হচ্ছেই তরুণ। তাদের কর্মসংস্থান সৃষ্টি করার কাজ হাতে নিয়েছে সরকার। পাশাপাশি এই সরকার সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবে যারা উদ্যোক্তা হতে চান। একই সঙ্গে আমরা জনকল্যাণমুখী ব্যবসাকে অগ্রাধিকার দিব।’
তিনি বলেন, ‘বর্তমানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও টেকসই সমাধানে আমরা কাজ করছি কীভাবে মধ্যস্বত্বভোগী বাদ দিয়ে সরাসরি কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছানো যায় সেই লক্ষ্যে ফসল.কমসহ আরও কয়েকটি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করছি। আপনারা যারা উদ্যোক্তা আছেন, এ ধরনের জনকল্যাণমুখী ব্যবসার কথা ভাবতে পারেন। সেক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ সহযোগিতা আছে, এর বাইরেও যদি কোনো ব্যাংক থেকে ঋণ ব্যবস্থা করে দিতে হয়, সেক্ষেত্রেও সহায়তা করতে সরকার বদ্ধপরিকর। ’
ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন, ‘অনেকেই জানেন না যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে উদ্যোক্তাদের ঋণ দেওয়া হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। সেখানে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের পর ঋণ পাওয়ার ধাপ পর্যবেক্ষণ করতে পারবেন। ঋণের মাধ্যমে আপনারা যেকোনো উদ্যোগ শুরু করতে পারবেন। আরও বড় পরিসরে ঋণের প্রয়োজন হলে যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কয়েকটা ব্যাংকের সঙ্গে চুক্তি আছে। ’
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, যেসকল দেশ এটাকে কাজে লাগাতে পেরেছে, তারাই এগিয়ে যাচ্ছে। তাই দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সারাদেশে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ট্রেনিং আয়োজন করা হবে।’
আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
Leave a Reply