1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাজারীবাগের আগুন লাগা ট্যানারি গুদামে ছিল দাহ্য বস্তু - Ajker Kagojbd
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

হাজারীবাগের আগুন লাগা ট্যানারি গুদামে ছিল দাহ্য বস্তু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৪০ ভিউ
Spread the love

রাজধানীর হাজারীবাগের যে ট্যানারি গুদামে আগুন লেগেছিল তাতে দাহ্য বস্তু ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনার পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে তিন ঘণ্টা। আমাদের সক্ষমতার পুরোপুরি কাজে লাগানো যায়নি। পানির সংকট ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি।’

তিনি আরও জানান, প্লাস্টিক, লেদারস দাহ্য বস্তুর কারখানা ছিল ভবনটিতে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ভবনে ফায়ার সেফটি প্ল্যান ছিল না জানিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল।

আজ বিকেল ২টার দিকে গুদামটিতে আগুন লাগে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আজ শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস ও বিজিবি এ আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে। তাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিজিবিও।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *