1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কর্ণফুলী ব্রিজের যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেয়া হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন - Ajker Kagojbd
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসুতে শিবিরের জয়জয়কার, কোন পদে জয়ী কারা? ভোরের সূর্য উঠতেই তৎপর মিজানুর রহমান সিনহা, পরিদর্শন করলেন স্কুল ও ভাঙা ব্রিজ আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম: প্রধান উপদেষ্টা সংসদ ভবন এলাকায় সংঘর্ষ, আহত ২০ ‘জুলাই যোদ্ধা’ হাসপাতালে হিন্দু যুবক কর্তৃক গাজীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল চরফ্যাশনে মৎস্য অভিযানে জেলেদের হামলা রাকসুতে ছাত্রদল মনোনীত প্যানেলে থেকে একমাত্র বিজয়ী জাতীয় খেলোয়াড় নার্গিস র‌্যাবের অভিযানে হত্যা ও মাদক মামলার চার আসামী গ্রেফতার সাদুল্লাপুরে এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাকসুতে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত কে এই তোফা?

কর্ণফুলী ব্রিজের যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেয়া হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
শেয়ার করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কর্ণফুলী ব্রিজ ঘিরে যানজটের স্থায়ী সমাধানের লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শহরকে একটি শৃঙ্খলাবদ্ধ ও যানজটমুক্ত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বাস মালিক সমিতির সাথে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় মেয়র পরিবহন মালিকদের বক্তব্য শোনেন এবং তাদের দাবিগুলোর আলোকে আগামী ২০ অক্টোবর (সোমবার) দুপুর ৩টায় লালদিঘীস্থ চসিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পরবর্তী বৈঠকের সিদ্ধান্ত দেন।

পরিবহন সমিতির মালিকরা সভায় বলেন, কর্ণফুলী ব্রিজ সংলগ্ন নোমান কলেজের পাশে একটি নতুন বাস টার্মিনাল স্থাপন সময়ের দাবি। বর্তমানে সেতুর উভয় প্রান্তে যানবাহনের চাপ বৃদ্ধির ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, এতে জনদুর্ভোগ বেড়েছে। এছাড়া শাহ আমানত সেতু নির্মাণের খরচ ইতোমধ্যে বহু বছর আগেই উঠে গেছে। তবুও নিয়মিত টোল আদায় অব্যাহত রাখায় সাধারণ জনগণ ও পরিবহনখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই শাহ আমানত সেতুর টোল আদায় বন্ধের দাবি জানান তারা। একই সঙ্গে অবৈধ বাসমান হকার্স, সিএনজি ও অটোরিকশার কারণে সৃষ্ট যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কার্যকর ভূমিকা কামনা করেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, যানজট নিরসনে সবার অংশগ্রহণ ও দায়িত্ববোধ জরুরি। এজন্য আগামী সোমবার বৈঠকে পরিবহন মালিক, শ্রমিক ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে একটি ‘যানজট নিরসন কমিটি’ গঠন করা হবে। এতে পারস্পরিক সমঝোতা ও দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। শৃঙ্খলা বজায় রাখলে শহরকে সহজেই যানজটমুক্ত করা সম্ভব।

তিনি আরও বলেন, চসিক ও জেলা প্রশাসনের সমন্বয়ে কর্ণফুলী এলাকায় নতুন বাস টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ভূমি সংক্রান্ত কিছু মামলার কারণে তা আটকে আছে। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এবং দ্রুত সমাধানের জন্য আমরা ডিসি অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।
আমাদের লক্ষ্য হলো, চট্টগ্রাম নগরকে একটি শৃঙ্খলাপূর্ণ, সুন্দর ও যানজটমুক্ত শহরে রূপান্তর করা। এজন্য সকল সংশ্লিষ্ট পক্ষের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, ডিসি (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দীন আহমেদ, চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, ঈগল পরিবহনের সভাপতি সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসু, নগর মেট্রো সার্ভিসের সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী, ঈগল প্লাস পরিবহনের পরিচালক এমদাদুল হক বাদশা, পরিবহন মালিক সমিতির নেতা আকতার মেম্বার, জাহাঙ্গীর আলম, মো. মহিউদ্দিন, জসিম উদ্দিন, শওকত আকবর প্রমুখ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *