৩,৪০০ পিস ইয়াবা সহ এক দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো
মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বামী- স্ত্রীকে আটকের কথা জানিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার জানান, উপপরিদর্শক গোপাল কৃষ্ণ দাস এর নেতৃত্বে একটি টিম দুপুর আনুমানিক দেড়টায় নগরের কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোড এলাকায় অভিযানে মাদককারবারি আবু তাহের (৩২) ও উম্মে হাবিবা (২২) কে ৩,৪০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানায়। তাদের বর্তমান ঠিকানা পাহাড়তলী, বৌবাজার, মেরীর ভাড়াটিয়া, কক্সবাজার সদর এবং স্থায়ী ঠিকানা: লিংক রোড, মুহুরীপাড়া, লিয়াকত মেম্বার ঘোনা, থানা: কক্সবাজার সদর, জেলা: কক্সবাজার।
তাছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর একটি টিম মঙ্গলবার চান্দগাঁও থানাধীন চাঁন মিয়া আবাসিক এলাকার মো: বাবর এর প্লটের সীমানা দেয়ালের ভিতর একটি ঘরে অভিযানে ২১০ লিটার মদ (চোলাই মদ) উদ্ধার করে মামলা দায়ের করে। এখান থেকে মদগুলো ইন্ডাস্ট্রি পণ্যের কার্টুনের মতো প্যাকিং, বাইন্ডিং করে বন্দর ও বিমানবন্দর রোড এলাকা হয়ে ঢাকা সহ বিভিন্ন স্থানে মদগুলো পাচার করা হতো।
Leave a Reply