1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ কাঠামো বুধবার থেকে কার্যকর হতে যাচ্ছে - Ajker Kagojbd
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসুতে শিবিরের জয়জয়কার, কোন পদে জয়ী কারা? ভোরের সূর্য উঠতেই তৎপর মিজানুর রহমান সিনহা, পরিদর্শন করলেন স্কুল ও ভাঙা ব্রিজ আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম: প্রধান উপদেষ্টা সংসদ ভবন এলাকায় সংঘর্ষ, আহত ২০ ‘জুলাই যোদ্ধা’ হাসপাতালে হিন্দু যুবক কর্তৃক গাজীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল চরফ্যাশনে মৎস্য অভিযানে জেলেদের হামলা রাকসুতে ছাত্রদল মনোনীত প্যানেলে থেকে একমাত্র বিজয়ী জাতীয় খেলোয়াড় নার্গিস র‌্যাবের অভিযানে হত্যা ও মাদক মামলার চার আসামী গ্রেফতার সাদুল্লাপুরে এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাকসুতে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত কে এই তোফা?

চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ কাঠামো বুধবার থেকে কার্যকর হতে যাচ্ছে

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
শেয়ার করুন

অবশেষে কার্যকর হয়েছে চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত মধ্যরাত ১২ টার পর থেকে বন্দরে আগত সব জাহাজ, কনটেইনার ও কার্গো বিল নতুন হারে আদায় করা হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ আবদুস শাকুর স্বাক্ষরিত নোটিশে জানানো হয়েছে, ১৫ অক্টোবর থেকে বর্ধিত ট্যারিফ কার্যকর হবে। এই ব্যাপারে বন্দরের তালিকাভুক্ত সব শিপিং এজেন্টকে তফসিলি ব্যাংকে নতুন হারে প্রয়োজনীয় অর্থের সংস্থান রেখে আসা জাহাজের ছাড়পত্র (এনওসি) নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে বন্দরের মোট ৫২টি সেবাখাতের মধ্যে ২৩টিতে সরাসরি নতুন ট্যারিফ প্রযোজ্য হচ্ছে। গড়ে ৪১ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে এই ট্যারিফ।

বিশেষ করে কন্টেনার হ্যান্ডলিং খাতে সবচেয়ে বেশি মাশুল নির্ধারণ করা হয়েছে। প্রতি ২০ ফুটি কন্টেনারের ট্যারিফ ধরা হয়েছে ১৬ হাজার ২৪৩ টাকা, যা আগে ছিল ১১ হাজার ৮৪৯ টাকা অর্থাৎ গড়ে প্রায় ৩৭ শতাংশ বৃদ্ধি। আমদানি কন্টেনারে ৫ হাজার ৭২০ টাকা এবং রপ্তানি কন্টেনারে ৩ হাজার ৪৫ টাকা বেশি দিতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভাড়া, টোল, ফি ও মাশুল ডলারের বিনিময়মূল্যের ভিত্তিতে আদায় করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১৪ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়ে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আপত্তি থাকায় নৌ-পরিবহন উপদেষ্টার নির্দেশে তা এক মাসের জন্য স্থগিত রাখা হয়। একমাস মেয়াদ শেষ হওয়ায় ১৩ অক্টোবর দিবাগত রাত থেকেই নতুন হারে ট্যারিফ কার্যকর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

‘অপারেশনাল ব্যয়, রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের ব্যয় সামাল দিতে ট্যারিফ পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানান বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *