বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগন সকল ক্ষমতার উৎস ও দেশের মালিক জনগন কাজেই জনগন সিন্ধান্ত নিবে আগামী দিনে কোন পদ্ধতিতে দেশ পরিচালিত হবে ভোট কোন পদ্ধতিতে হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) নবাবগঞ্জ উপজেলার মতিহারা নিজ গ্রামের বাড়িতে দিনাজপুর-৬ আসন (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট) চার থানার দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে নবাবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় ও কর্মী সভায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়ন দলীয় নেতা-কর্মীদের নির্বাচন মুখী করতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,আসুন আমরা মানুষের কাছে যাই মানুষকে আমরা উৎসাহিত করি।আপনারা আপনাদের বক্তব্য বলবেন আমরা আমাদের বক্তব্য বলবো। মানুষ সিন্ধান্ত নিবে তারা কারটা গ্রহন করবে আর কারটা গ্রহন করবে না। কাজেই জনগণের উপর আস্থা রাখুন। তাহলে আর কোন ভ্রান্তি থাকবেনা স্বৈরাচারের পুনরুত্থান হওয়া,অন্তবর্তীকালীম সরকার অথবা কোনভাবে অনির্বাচিত সরকার প্রলম্বিত হওয়ার কোন সুযোগ থাকবেনা বলেও মন্তব্য করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল সহ চার থানার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply