1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ি বিএনপির দলীয় ব্যানার টানাতে ভবনের উপরে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মৃত্যু - Ajker Kagojbd
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসুতে শিবিরের জয়জয়কার, কোন পদে জয়ী কারা? ভোরের সূর্য উঠতেই তৎপর মিজানুর রহমান সিনহা, পরিদর্শন করলেন স্কুল ও ভাঙা ব্রিজ আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম: প্রধান উপদেষ্টা সংসদ ভবন এলাকায় সংঘর্ষ, আহত ২০ ‘জুলাই যোদ্ধা’ হাসপাতালে হিন্দু যুবক কর্তৃক গাজীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল চরফ্যাশনে মৎস্য অভিযানে জেলেদের হামলা রাকসুতে ছাত্রদল মনোনীত প্যানেলে থেকে একমাত্র বিজয়ী জাতীয় খেলোয়াড় নার্গিস র‌্যাবের অভিযানে হত্যা ও মাদক মামলার চার আসামী গ্রেফতার সাদুল্লাপুরে এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাকসুতে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত কে এই তোফা?

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ি বিএনপির দলীয় ব্যানার টানাতে ভবনের উপরে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
শেয়ার করুন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিএনপি দলীয় একটি ব্যানার টানাতে ভবনের উপরে উঠে টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই ইউনিয়নের বসাউল্লা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফয়সাল বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় ব্যানার টানাতে একটি ভবনের উপরে উঠে। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ভবনের উপরে ব্যানার লাগানোর সময় বিদুৎ স্পর্শ হলে ওর যেখানে বিদুৎ লেগেছে সে স্থানটি পুড়ে সাদা হয়ে যায়। ওর সাথে আরো লোকজন ছিলো। তারা ওকে বিদুৎতের তার হতে ছাড়িয়ে উপরে ধরে বসে থাকে যাতে নিচে না পরে যায়। পরে নিচ থেকে আরো কিছু লোকজন গিয়ে ওকে ছাদের উপর হতে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোসনা করে।
নিহতের মামা দ্বীন ইসলাম বলেন, “কারেন্টে শর্ট খাওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি, ভাগ্নে আর বেঁচে নেই।”

এ বিষয়ে আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আ. আলী নান্টু মাদবর বলেন, “আজ ফজুশাহ বাজারে আমাদের একটি শাখা অফিস উদ্বোধনের কথা ছিল। শুনেছি সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে। তবে নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না বা কে ব্যানার টানাচ্ছিল, তা নিশ্চিত আমি নই।

এ ঘটনায় টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *