1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জিনিসপত্রের দাম বেশি চাইলে ৩৩৩ নম্বরে অভিযোগ:জুনায়েদ আহমেদ পলক - Ajker Kagojbd
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন

জিনিসপত্রের দাম বেশি চাইলে ৩৩৩ নম্বরে অভিযোগ:জুনায়েদ আহমেদ পলক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২০৬ ভিউ
Spread the love

অতিরিক্ত দাম নেওয়াসহ দ্রব্যমূল্য সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ জরুরি সেবা ৩৩৩-এ করতে পারবেন একজন ভোক্তা। এ মাসের মধ্যেই দেশে সেবাটি চালু করতে যাচ্ছে সরকার। আজ রোববার বিকেলে মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিভিন্ন ডাটা সংবলিত একটি ওয়েবসাইট তৈরি করা হবে। সেখানে সব ধরনের তথ্য থাকবে। কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এখানে যুক্ত থাকবে। কৃষি বিপণন অধিদপ্তর দেশের বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ করে ওয়েবসাইটে দেবে।

জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘উৎপাদনের সঠিক তথ্য অনেক সময় পাওয়া যায় না। বেশির ভাগ সময় অনুমান নির্ভর তথ্য আমাদের সামনে আসে। তখন একটি মারাত্মক সংকট তৈরি হয়। প্রযুক্তি ব্যবহার করে সঠিক ডাটা তুলে ধরে বাজারকে নিয়ন্ত্রণ করতে চাই।’

এ সভায় বিভিন্ন স্টেক হোল্ডার, আমদানিকারক, বিভিন্ন সুপার শপ ব্যবসায়ী প্রতিনিধি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এটুআইয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *