1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বন্যার পানি ট্রেন লাইনের উপরে উঠায় ১০ কিলোমিটার গতিতে চলাচলের নির্দেশ - Ajker Kagojbd
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

বন্যার পানি ট্রেন লাইনের উপরে উঠায় ১০ কিলোমিটার গতিতে চলাচলের নির্দেশ

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৭৬ ভিউ
Spread the love

মৌলভীবাজারের কুলাউড়ায় রেলপথের উপর পানি উঠায় ট্রেনের গতি ঘন্টায় ১০ কি:মি: রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কুলাউড়া উপজেলার রেলপথের বিভিন্ন জায়গায় পানি উঠেছে।

উপজেলার কুলাউড়া জংশন ও ছকাপন রেলষ্টেশন মাঝামাঝি স্থানে পানি ওঠায় ওই অংশে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর এ তথ্য নিশ্চিত করেন।

রেলওয়ে কুলাউড়া জংশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, কুলাউড়া-সিলেট রেলপথের কুলাউড়া জংশন স্টেশন থেকে ছকাপন রেলস্টেশনে যেতে কিছু অংশ হাওরের কাছে পড়েছে। ভারীবর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে হাওরের পানি উপচে সেখানে রেলপথ প্লাবিত হয়েছে। ওই স্থানে রেলের স্লিপারে পানি উঠে গেছে; তবে রেললাইন ভেসে রয়েছে।

মোজাম্মেল হক বলেন, স্বাভাবিকভাবে এই পথে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। বুধবার থেকে ওই স্থানে ২০ কিলোমিটার গতিতে ট্রেন চালাতে বলা হয়। গতকাল তাঁরা সরেজমিন ওই স্থান পরিদর্শনে যান। পানি বাড়ায় গতি আরও কমিয়ে ১০ কিলোমিটার করা হয়েছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বন্যাপ্লাবিত স্থানের দুই পাশের কুলাউড়া জংশন ও মাইজগাঁও রেলস্টেশনের মাস্টারদের এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে। ওই স্থানে পাহারাদার রাখা হয়েছে। সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। অবস্থার অবনতি ঘটলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গতিনিয়ন্ত্রণের জন্য সতর্কতা অবলম্বনের জন্য সেখানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *