অবশেষে ৫৮ বছর বয়েসে বিয়ের পিঁড়িতে বসলেন সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। গত এক সপ্তাহ আগে তার বিয়ে সম্পন্ন হয় বলে মাসুদ অরুনের নিকটজনরা নিশ্চিত করেছেন।
শুক্রবার (৪ নভেম্বর) রাতে পাত্রীর নিকট আত্মীয় চুয়াডাঙ্গা ভিজে সরকারি বালক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহাবুবুর রহমানের চুয়াডাঙ্গা শহরের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পাত্রী আমেনা খাতুন পেশায় একজন প্রাইমারী স্কুল শিক্ষক ও চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
মাসুদ অরুণ মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতির সাথে জড়িত।
Leave a Reply