1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আগুনে বসতঘর পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি, খোলা আকাশের নিচে পরিবার - Ajker Kagojbd
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন

আগুনে বসতঘর পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি, খোলা আকাশের নিচে পরিবার

মিজানুর রহমান
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ ভিউ
Spread the love

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তর কান্দী গ্রামে আগুনে বসতঘর পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানান।

১৯ নভেম্বর মঙ্গলবার বেলা ২ টার সময় উত্তর কান্দী গ্রামের আব্দুর রাজ্জাক মাতুব্বর এর বসতঘরে হঠাৎ আগুন ধরে সম্পুর্ন ভস্মীভূত হয়।আগুন লাগার খবর পেয়ে নগরকান্দা ও ভাংগা উপজেলা ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনা স্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।আব্দুর রাজ্জাক মাতুব্বর এর স্ত্রী রবেদা বেগম বলেন, আমি বাড়িতেই ঘরের বাহিরে ছিলাম হঠাৎ করে ঘরের ভিতর থেকে আগুন ধাউ ধাউ করে বাহির হয়ে উপরের দিকে জ্বলছে আমি আগুন আগুন বলে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিবাতে চেষ্টা করে।পরে ফায়ারসার্ভিস এর লোকজন আগুন নিবাতে আসে ততক্ষণে আমার ঘর সহ সব পুড়ে গেছে। এছাড়া ঘরে থাকা নগদ তিন লাখ টাকা, ১৫ টি হাঁস, কয়েকটি মুরগী ও জমির দলিল পত্র পুড়ে গেছে। আগুনে সব কিছুই পুড়ে যাওয়ায় এখন আমারা খোলা আকাশের নিচে বসবাস করছি।তবে ঘরে কিভাবে আগুন লেগেছে তা আমরা বলতে পারবোনা। নগরকান্দা ফায়ারসার্ভিস স্টেশন পরিচালক মোঃ শরীফ বলেন আগুন লাগার খবর পেয়ে আমাদের দমকল বাহিনী নিয়ে সেখানে ছুটে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে যে আগুন
ঘরের ভিতর ভাত রান্না করা রাইচ কুকার থেকে অথবা বৈদ্যুতিক সট সার্কিট কারনে হতে পারে।

সরকারি ভাবে সাহায্য পেলে ঘর উত্তোলন করে বসবাস করতে পারবে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *