উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে অ্যানড্রয়েড অ্যাপ চালানোর জন্য আগামী মাসেই প্রকাশ করা হবে উইন্ডোজ ১১ পাবলিক প্রিভিউ। আর তাতেই মাইক্রোসফট স্টোরে মিলবে অ্যানড্রয়েড অ্যাপ।
কিন্তু ঠিক কতোগুলো অ্যানড্রয়েড অ্যাপ পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করবে সে সর্ম্পকে পরিস্কার করে কিছু বলেনি সফটওয়্যার জায়ান্টটি। তবে এটা নিশ্চিত বলা যায় অ্যামাজন অ্যাপ স্টোরে যেকটা অ্যাপ পাওয়া যাচ্ছে সেগুলোর দেখা অবশ্যই মিলবে এই সংস্করণে।
বেশ কার্যকরী হবে উইন্ডোজ ১১ এর প্রিভিউ সংস্করণ। এই সংস্করণে টাস্কবার উন্নত করা হতে পারে। এছাড়াও আসতে পারে কল মিউট নিয়ন্ত্রণ সুবিধা সুবিধাসহ সহজে উইন্ডো শেয়ারিং এবং আবহাওয়ার তথ্য। মিডিয়া পে¬য়ার এবং নোটপ্যাড অ্যাপসেরও করে নতুন ডিজাইন মাইক্রোসফট।
চলতি বছরের মাঝামাঝি সময়ে উইন্ডোজ ১১ এর ফ্রি সংস্করণ আপগ্রেডের চ‚ড়ান্ত সময়সীমা বেধে দেয়ার পরিকল্পনা করা হলেও সেটি খুব শিগগিরই হতে পারে। ফলে তুলনামূলকভাবে দ্রুততম সময়ে আপগ্রেড করা না হলে পরবর্তীতে আপগ্রেড করতে ফি পরিশোধের প্রয়োজন হতে পারে।
সূত্র: অবজারভেটোরিয়াল
Leave a Reply