1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সহযোগী অধ্যাপক পদে ৭৬৫ জনের পদোন্নতি - Ajker Kagojbd
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

সহযোগী অধ্যাপক পদে ৭৬৫ জনের পদোন্নতি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৪ ভিউ
Spread the love

সরকারি কলেজের শিক্ষকদের বড় পদোন্নতি দেওয়া হয়েছে; ৭৬৫ জন সহকারী অধ্যাপক পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হয়েছেন।

আজ সোমবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এসব শিক্ষককে পদোন্নতি দিয়ে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর একটিতে ৭৬৪ জনকে; আরেকটিতে একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি পাওয়া শিক্ষকরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী পঞ্চম গ্রেডে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, সবচেয়ে বেশি হিসাববিজ্ঞানের ৯৪ জন শিক্ষক একযোগে সহযোগী অধ্যাপক হয়েছেন।

পদোন্নতি পাওয়া অন্য শিক্ষকদের মধ্যে ৫৬ জন অর্থনীতি বিভাগের, ২৯ জন আরবি ও ইসলাম শিক্ষার, ৪৬ জন ইসলামের ইতিহাস ও সংস্কৃতির, ২৬ জন ইংরেজির, ৩১ জন ইতিহাসের, ৪৮ জন উদ্ভিদবিদ্যার ও ৭ জন কৃষিবিজ্ঞানের।

অন্যান্য বিভাগের মধ্যে গার্হস্থ্য অর্থনীতির একজন, গণিতের ৮৮ জন, দর্শনের ৩৯ জন, পদার্থবিদ্যার ৬৬ জন, পরিসংখ্যানের ছয়জন, প্রাণিবিদ্যার ৭২ জন, ব্যবস্থাপনার ৫৫ জন ও বাংলা বিভাগের ছয়জন সহকারী অধ্যাপক পদোন্নতি পেয়েছেন।

সহযোগী অধ্যাপক হওয়ার তালিকায় ভূগোল বিভাগের ২৪ জন, মনোবিজ্ঞানের নয়জন, রসায়নের ২২ জন, রাষ্ট্রবিজ্ঞানের ১৮ জন, সমাজকল্যাণের ১৩ জন, সমাজবিজ্ঞানের একজন, সংস্কৃতির দুজন শিক্ষকের নামও রয়েছে।

তাদের বাইরে টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) বাংলা বিভাগের দুজন, শিক্ষা বিভাগের একজন ও বিজ্ঞান বিভাগের তিনজন শিক্ষক পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী পদোন্নতিপ্রাপ্তরা কাজে যোগ দেবেন।

অপরদিকে কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের উচ্চতর পদে বা অন্য কোনো প্রতিষ্ঠানে পদায়নের জন্য ‘স্বতঃসিদ্ধভাবে’ অগ্রাধিকার পাবেন বলে আদেশে বলা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *