ছাত্র-জনতার ওপর হামলার মামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন ফাকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌর এলাকার তার নিজ বাড়ি মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক ফাকু নাগেশ্বরী পৌর আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র ছিলেন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply