হজ নিবন্ধনের সময় আরো ১৫ দিন বৃদ্ধি করেছে সরকার। ফলে আগামী বছর হজে যাওয়ার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন হজযাত্রীরা। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো।
এই সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে। কেউ ইচ্ছা করলে কাঙ্ক্ষিত প্যাকেজ মূল্য পুরো পরিশোধও করতে পারেন। তবে এরপর আর সময় বাড়ানো হবে না।’
প্রসঙ্গত, আগের নির্ধারিত সময় অনুযায়ী হজের নিবন্ধন ৩০ নভেম্বরে শেষ হওয়ার কথা ছিল।
Leave a Reply