1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আমাদের কর্মীরা চাঁদাবাজি, মামলা-বাণিজ্য করে না: ডা. শফিকুর - Ajker Kagojbd
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

আমাদের কর্মীরা চাঁদাবাজি, মামলা-বাণিজ্য করে না: ডা. শফিকুর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ ভিউ
Spread the love

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ১৭ বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করার পরও আমরা ধৈর্য্য ধারণ করেছি। আমরা দেশকে, দেশের মানুষকে ভালোবাসি।

তিনি বলেন, সারা দেশে কোথাও আমাদের কর্মীরা বালুমহাল, জলমহাল, হাট-বাজার,বাসস্ট্যান্ড, ফুটপাত দখলে ঝাপিয়ে পড়েনি। আমাদের কর্মীরা চাঁদাবাজি, মামলা-বাণিজ্য করছে না। কারণ তারা জানে এগুলো হারাম। আর কোনো রাজনৈতিক কর্মী এসব অপকর্মের সঙ্গে জড়িত হতে পারে না। আর যদি কেউ ভুলক্রমে যুক্ত হয়েও যান, তাহলে শহিদদের রক্তের প্রতি শ্রদ্ধা-সম্মান দেখিয়ে বিরত থাকুন।

শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের বালুরমাঠে আয়োজিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করতে চাই না। তবে যারা মানুষ খুন করেছে, গুম করেছে তাদের বিচার হতে হবে। এটা প্রতিশোধ নিতে নয়, মানব সমাজকে কলঙ্কমুক্ত করতে।

ডা. শফিকুর বলেন, যারা আমাদের বিনা ভিসায় অন্যদেশে পাঠিয়ে দিতেন, আজ তারাই বিনা ভিসা ও টিকিটে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাদেরকে বলবো, দেশে আসুন। এসে দেখে যান কী করে গেছেন৷

তিনি বলেন, জামায়াত দেশের দায়িত্ব পেলে সর্বাগ্রে শিক্ষাকে গুরুত্ব দিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে সার্টিফিকেটের সঙ্গে শিক্ষার্থীদের হাতে কাজ ধরিয়ে দেওয়া হবে।

জামায়াত আমির বলেন, দেশের একটি জায়গা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে।  সেটি হচ্ছে নেতৃত্ব। তাই নেতৃত্বে যারা থাকবেন তাদের সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকতে হবে। নিজের পরিবর্তনের চেয়ে জাতির পরিবর্তনের প্রচেষ্টা চালাবেন। রাজনীতিবিদদের দলের চেয়ে দেশকে প্রাধ্যন্য দিতে হবে। রাজনীতিতে ধোকাবাজি ও মিথ্যাচার দেখতে দেখতে দেশের জনগণ এখন ক্লান্ত এবং বিরক্ত। জনগণ আর এমন দেখতে চায় না।

জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মো. আব্দল্লাহ ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আডভোকেট রেজাউল করিমের যৌথ সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবু্ব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির শাহেদ আলী, হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট

আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মো. শামস উদ্দিন, নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, সিলেট জামায়াতের কর্ম পরিষদ সদস্য আব্দুস সালাম আল মাদানি, ২৪-এর গণ আন্দোলনে শহিদ সোহাগের পিতা আবুল কালাম, সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি শাহীন আহমেদ, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবির সভাপতি মেহেদি হাসান তুহিন প্রমুখ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *