দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেছেন, ‘সংস্কৃতি কেবল আনন্দ-বিনোদনের ক্ষেত্র নয়। সংস্কৃতি হলো সেই নান্দনিক ক্রিয়া, যার মাধ্যমে রাষ্ট্রের অন্তর্গত সকল নাগরিকের সম্মিলিত জীবনীশক্তির পরিচয় প্রতিফলিত হয়।’
বুধবার বিকেলে জাতীয় নাট্যশালার সভাকক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একুশ পাতার পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় অন্তর্ভুক্তিমূলক সমাজ ও সংস্কৃতি আর পরিস্কার-পরিচ্ছন্ন ও জনবান্ধব শিল্পকলা একাডেমি চান জানিয়ে তিনি জানান, সব রকমের শিল্প নির্মাণের উপর সেন্সরশীপ বাতিলের পক্ষে তিনি।
এসময় তিনি এ-ও বলেন, ‘বাংলাদেশে ইসলাম প্রশ্নে যুক্ত হয়ে দৃঢ়ভাবে বলা যায়, ইসলামের সঙ্গে সংস্কৃতিচর্চার কোনো বিরোধ নেই।
Leave a Reply