কুড়িগ্রামে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আয়নাল হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) জেলার উলিপুর উপজেলার ধামশ্রেণী বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ধামশ্রেণী পাইকপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক বছর আগে
আয়নাল হোসেন তার পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের ঘটনায় আদালতে মামলা চলমান। এ অবস্থায় অভাবের তাড়নায় বৃদ্ধ কাহেল হয়ে আত্মহত্যা করেছে বলে অনেকের ধারণা।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply