1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে হামলা,আহত ৩ - Ajker Kagojbd
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন

জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে হামলা,আহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩৩ ভিউ
Spread the love

মুন্সীগঞ্জে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় ব্যবসায়ীসহ তিন জন গুরতর আহত হয়েছেন।

আহতরা হলেন, ব্লক ফ্যাক্টরীর মালিক মো. আবজাল হোসেন, কর্মচারী আরমান ও মামুন । আবজাল হোসেন মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালি এলাকার বেপারীবাড়ি এলাকার বাসিন্দা। হামলার ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী আয়েশা আক্তার মিতা ৮ জনকে দায়ী করে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, তারেক,নয়ন, মাহমুদা বেগম, মেরাজ, স্বপন, হৃদয়, সোহল। এছাড়াও এঘটনায় অজ্ঞাতনামা ২০ থেকে ৩০জনকে দায়ী করা হয়েছে। আবজাল হোসেন নামে ঐ ব্যবসায়ীর কাটাখালি বাজারে এস আর এম হলো ব্লক ফ্যাক্টরীর শোরুম রয়েছে। সেখানে তিনি নিয়মিত বসতেন। জমি জমা সংক্রান্ত বিষয় জেরে বুধবার (৩০অক্টোবর) বিকেল সাড়ে পাঁচ টার দিকে কাটাখালি বাজারে ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্টানে এসে হামলা করে তারা। এঘটনায় অন্য ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী আবজাল গুরতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এতে আমাদের প্রতিবেদকের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ।

ফুটেজে দেখা যায়, ব্যবসায়ী আবজাল হোসেনকে ৫/৬ জন ব্যক্তি হাতে থাকা লাঠি দিয়ে মারধর করছে। এবং তার শোরুমে ডুকে দুই ব্যক্তি মারধর করে এবং ভাংচুর করে।

এঘটনায় আহত ব্যবসায়ী আবজল হোসেনের স্ত্রী আয়েশা আক্তার মিতা জানান, আমার স্বামীর আবজাল হোসেনের ভাগিনা সুমনের সাথে টাকা পয়সা জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আমার স্বামীর ব্যবসা প্রতিষ্টানে হামলা করে ব্যাপক মারধর করে ও ভাংচুর ককরে এসময় আমার স্বামীর ব্যবসা প্রতিষ্টানের ক্যাশ বাক্সে থাকা ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়, আমি এবং আমার ছোট বোন মিলু আমার স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে আমাদের ও মারধর করে। এসময় আমার গলায় থাকা স্বর্ণের চেইন খোয়া যায়।হামলার সময় আমার স্বামীর ব্যবসা প্রতিষ্টানের সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। এখন এঘটনায় আমাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। এঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সদর থানায় অভিযোগ দায়ের করেছি ।

এবিষয়ে সদর থানার এস আই নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম । এবং তা সত্যতা পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *