1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন - Ajker Kagojbd
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ অপরাহ্ন

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৩ ভিউ
Spread the love

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নিরপরাধ সকল বিডিআর সদস্যদের চাকরি পুনর্বহাল ও জেলবন্দি
সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম বিডিআর কল্যাণ পরিষদ।

আজ বুধবার (২৭ নভেম্বর) কুড়িগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন বিডিআর কল্যাণ পরিষদ সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে বিদ্রোহের নামে প্রহসনের বিচার করেছে। এঘটনায় ১৮ হাজার ৫১৯ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয় এবং প্রায় ৮ শতাধিক বিডিআর সদস্য কারাগারে মানবেতর জীবনযাপন করছে। তাদেরকে নিঃশর্ত মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়।

হোসেন আরা হ্যাপি জানান, আমার বাবা পিলখানা হত্যাকাণ্ডে জড়িত নয়। অথচ দীর্ঘ ৩ বছর কারা ভোগ করে পরে তিনি মৃত্যু বরণ করেন। আমার বাবার দুঃখ কষ্ট যাতনা খুব কাছ থেকে দেখেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবী জানাচ্ছি। ভবিষ্যতে

আর কোনো বিডিআর সদস্যকে বিনা অপরাধে সাজা ভোগ করতে না হয়।’ এসময় আরো বক্তব্য রাখেন চাকরিচ্যুত বিডিআর সদস্য মো. আখের আলী, মো. নুরুজ্জামান হক, মোস্তফা কামাল, আজাদ আলী ও বিডিআর সদস্যের পরিবারের সদস্যগণ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *