1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ব্রিকসকে শতভাগ শুল্কের হুমকি ট্রাম্পের, হিতে বিপরীত হবে বলছে রাশিয়া - Ajker Kagojbd
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

ব্রিকসকে শতভাগ শুল্কের হুমকি ট্রাম্পের, হিতে বিপরীত হবে বলছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩১ ভিউ
Spread the love

এবার ব্রিকসভুক্ত দেশগুলোকে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মার্কিন ডলারকে রিজার্ভ মুদ্রা হিসেবে প্রতিস্থপান না করলে তাদের বিরুদ্ধে অতিরিক্ত শুল্প আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। গত নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয় লাভের পর তিনি ব্রিকসভুক্ত দেশগুলোর ওপর শতভাগ শুল্প আরোপের হুমকি দিয়েছিলেন। যার পুনরাবৃত্তি করলেন বৃহস্পতিবার। এ খবর দিয়েছে বার্তা সংস্তা রয়টার্স।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বিবৃতিতে ব্রিকসকে নতুন মুদ্রানীতি চালু করার বিষয়ে সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, শত্রুভাবাপন্ন ওই দেশগুলোকে একটি প্রতিশ্রুতি দিতে হবে যে, তারা নতুন কোনো ব্রিকস মুদ্রা তৈরি করবে না। পরাক্রমশালী মার্কিন ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রাকে সমর্থন করবে না। অন্যথায় তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

তবে ট্রাম্পের এই হুমকির জবাব দিতে কসুর করেনি রাশিয়া। দেশটি বলছে, দেশগুলোকে ডলার ব্যবহারে বাধ্য করার মার্কিন প্রচেষ্টা হিতে বিপরীত হবে।

ব্রিকসের অন্যতম দেশগুলো হচ্ছে, রাশিয়া, ভারত, ব্রাজিল, চীন ও দক্ষিণ আফ্রিকা। এদের সঙ্গে গত কয়েক বছরে বিশ্বের আরও কয়েকটি দেশও যোগ দিয়েছে। আপাতত এই জোটের সাধারণত কোনো মুদ্রা নেই। তবে ইউক্রেন যুদ্ধে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর নতুন মুদ্রানীতি গ্রহণের আলোচনা বেশ গতি পেয়েছে।

ট্রাম্প বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে ব্রিকস মার্কিন ডলারের স্থান দখল করবে এমন কোনো সম্ভাবনা নেই। কেননা এটা করলে যেকোনো দেশই তাদের বিরুদ্ধে শুল্ককে স্বাগত জানাবে এবং আমেরিকাকে বিদায় জানাতে হবে।

১লা ফেব্রুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর আমেরিকার বাণিজ্যিক অংশীদার কানাডা এবং মেক্সিকো যখন ট্রাম্পের দেয়া ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকিতে রয়েছে ঠিক তখনই ব্রিকসকে হুঁশিয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে মাদকের চোরাচালান বন্ধ, অবৈধ অভিবাসী রোধে কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে শুল্ক নীতির কার্ড খেলছেন ট্রাম্প।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *