1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভূয়া নিয়োগপত্রে টাকা নেয়ার প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার - Ajker Kagojbd
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
অপেক্ষা শেষ হচ্ছে ১৯ লাখ পরীক্ষার্থীর চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে ৩৯ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় ভ্রাম্যমান আদালত এক ভুয়া ডাক্তারকে এক লক্ষ টাকা জরিমানা ববি’র ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, চিরকুট লিখে অভিনব প্রতিবাদ ভুক্তভোগীর ভোলার নোমান হাসানের বিসিএস সাফল্যের হৃদয়স্পর্শী গল্প ববিতে জুলাই কর্মসূচির পরিকল্পনা সভায় আওয়ামীপন্থী শিক্ষকদের উপস্থিতি, সভা বর্জন শিক্ষার্থীদের নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে: আমিনুল হক ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার: প্রেস সচিব ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি নালায় পড়ে এক শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শনে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা

ভূয়া নিয়োগপত্রে টাকা নেয়ার প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

সাহিদ বাদশা বাবু
  • আপডেট টাইম : শনিবার, ৪ মে, ২০২৪
শেয়ার করুন

চাকরি দেওয়ার প্রলোভনে ভুয়া পরীক্ষা ও নিয়োগপত্র দিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ায় এক প্রতারক চক্রের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ মে) বিকালে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ওই আসামির নাম শিবলু লোমান চৌধুরী। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা।

এর আগে তথ্যপ্রযুক্তির সাহায্যে লালমনিরহাট সদর থানা পুলিশ বুধবার (১ মে) রাতে ঢাকার উত্তরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ভুয়া নিয়োগপত্র ও টাকা হাতিয়ে নেওয়ায় মিজানুর রহমান নামে এক ভুক্তভোগী বাদী হয়ে চক্রের প্রধান শিবলু লোমান চৌধুরীসহ ছয়জনের নাম উল্লেখ করে লালমনিরহাট আদালতে একটি মামলা করেছিলে।

এজাহার সূত্রে জানা গেছে, প্রতারক শিবলু লোমান চৌধুরী নিজেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা প্রধান কার্যালয়ের ডিজির এপিএসের পরিচয় দিয়ে চাকরির দেওয়ার ফাঁদ পাতে। তিনি রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রামসহ বিভিন্ন এলাকায় একটি চক্র তৈরি করে। গত ২০২২ সালের নভেম্বর মাসে ঢাকা ফার্মগেটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়িতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগের একটি ভুয়া বিজ্ঞপ্তি তৈরি করে প্রতারণা চক্রের সদস্যদের মাধ্যমে তা খবর ছড়িয়ে দেয়।

পরে ওই পদে চাকরি দেওয়ার জন্য চক্রের সদস্য আলমগীর ও ভুয়া ডিবি কর্মকর্তা পরিচয়দানকারী আব্দুর রহমানের মাধ্যমে কুড়িগ্রাম নাগেশ্বরী চামটারপাড় এলাকার মিজানুর রহমানের কাছ থেকে ১৯ লাখ, ভুরুঙ্গামারি উপজেলার আসাদুজ্জামানের কাছ থেকে ৫ লাখ, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ধনঞ্জয় গ্রামের ইউনুস আলীর কাছ থেকে ৫ লাখ, রংপুর মিঠাপুকুর এলাকার শোয়েব আলীর কাছ থেকে ৫ লাখ, একই এলাকার আতিকুর রহমানের কাছ থেকে ৪ লাখ টাকাসহ বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।

টাকা নেওয়ার পর প্রতারক চক্রটি গত বছরের ২৭ নভেম্বর কৌশলে ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি কক্ষে ভুয়া পরীক্ষা নেয়। পরবর্তীতে গত ১ জানুয়ারি চাকরি প্রত্যাশীদের হাতে একটি করে নিয়োগপত্র তুলে দেয়। নির্ধারিত তারিখে চাকরিতে যোগ দিতে গিয়ে তারা বুঝতে পারে এটি ভুয়া নিয়োগপত্র এবং নিয়োগ পরীক্ষা ছিল সাজানো।

ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে প্রতারক চক্রের সদস্যরা ভুক্তভোগীদের নামে মামলা করে। সম্প্রতি চক্রের সদস্য আব্দুর রহমান চাকরিপ্রত্যাশী কুড়িগ্রামের মিজানুর রহমানের নামে অপহরণ মামলা করে। এ ছাড়া চাকরির নামে টাকা নিয়ে প্রতারণার ঘটনায় সংবাদ করায় প্রতারক চক্রটি রংপুরের স্থানীয় দৈনিক গণকন্ঠ, দৈনিক লাখোকণ্ঠ পত্রিকা ও স্থানীয় দৈনিক দাবানল পত্রিকার প্রতিবেদকদের নামেও মামলা করে।

ভুক্তভোগী চাকরিপ্রত্যাশী মিজানুর রহমান বলেন, গোয়ালের গরু ও জমি বন্ধক রেখে টাকা দিয়েছি। এখন আবাদি কোনো জমি নেই। অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে জীবন চালাচ্ছি।

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ধনঞ্জয় আরেক ভুক্তভোগী ইউনুস আলী বলেন, নিয়োগ পরীক্ষা শেষে নিয়োগপত্র দেওয়ার পর বিশ্বাস করে টাকা দিয়েছি। অর্থের অভাবে এখন পরিবার নিয়ে খুব কষ্ট আছি।

এ ব্যাপারে মুঠোফোনে প্রতারক চক্রের সদস্য আব্দুর রহমান বলেন, কুড়িগ্রামের মিজানুর রহমানের সঙ্গে আমার যে লেনদেন ছিল তা প্রায় শোধ করে দিয়েছি। বাকি টাকাও দ্রুত পরিশোধ করব। তবে পত্রিকার প্রতিবেদকদের নামে কেন মামলা করেছেন? এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, গ্রেপ্তার শিবলু চাকরি দেওয়ার প্রলোভনে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে লালমনিরহাটে এনে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *