1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাসভবনে ব্যাপক লুটপাট - Ajker Kagojbd
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাসভবনে ব্যাপক লুটপাট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ ভিউ
Spread the love

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্ক দখলের মুখে রবিবার সকালে ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছাড়েন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাসভবনে লুটপাটের ঘটনা ঘটেছে। বাসভবনটি প্রায় সম্পূর্ণ খালি করে ফেলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শত শত মানুষ এলাকাটিতে ভিড় করেছেন। একসময় এটা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ছিল।

ম্যালকি এলাকায় আসাদের বাসভবন এবং একটি প্রেসিডেন্সিয়াল প্রাসাদ অবস্থিত। সেখানকার বাসিন্দারা রাস্তায় নেমে তাদের এলাকাকে সুরক্ষিত করার চেষ্টা করছেন। স্থানীয়দের মতে, লুটপাটকারীরা শহরতলীর লোক, সশস্ত্র বিদ্রোহীরা নয়। তারা অভিযোগ করেন, লুটপাটকারীরা সংস্কৃতি মন্ত্রণালয়ের ভবনে প্রবেশ করে সেখান থেকে জিনিসপত্র চুরি করেছে।

এই লুটপাটের ঘটনাগুলো দামেস্কে শৃঙ্খলার অভাব এবং বিশৃঙ্খলার স্পষ্ট চিত্র তুলে ধরেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন যে, এই পরিস্থিতি চোর এবং অপরাধীদের জন্য আরও সুযোগ তৈরি করবে।

আসাদের বাসভবনে লুটপাটের ঘটনা ঘটেছে, বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। একজন প্রত্যক্ষদর্শী লুটপাটের দৃশ্য দেখিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, ‘এটা খুবই খারাপ। আমি দুঃখিত।’

এদিকে সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ১৩ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে। রবিবার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলবে বলে টেলিগ্রামে সামরিক পরিচালনা কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *