সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কৃষি বিভাগ কতৃক ২০২৪-২৫ অর্থবছরে বোরো ধানের ব্লাস্ট রোগ দমনে কৃষকের করনীয় সর্ম্পকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৬ মার্চ ইং রোজ রবিবার দুপুর বেলায় ধর্মপাশা সদর ইউনিয়নের রাধানগর বাজারে কৃষকদের নিয়ে এক মত ও পরামর্শ বিনিময় সভায়, কৃষক মোঃ আব্দুল লতিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব শাহ আলম। বক্তব্য রাখেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব মোহাম্মদ কামরুল হাসান ও মতবিনিময় সভা পরিচালনা করেন উপকৃষি কর্মকর্তা মোঃ স্বপ্ন মিয়া।
কৃষকদের পক্ষ থেকে বোরো ধানের ব্লাস্ট রোগ সহ বিভিন্ন রোগ- বালাই নিয়ে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন, কৃষক মোঃ এমদাদুল হক ও তৌহিদ মিয়া প্রমুখ।
Leave a Reply