রাজধানী সহ সারাদেশে মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি ফলো করে কাজ করছে বাংলাদেশ পুলিশ বাহিনী পাশাপাশি মাদক নিয়ন্ত্রণের অধিদপ্তরসহ যৌথ বাহিনীর অন্য সদস্যরা। আর অন্যদিকে খোদ মাদক নিয়ন্ত্রণের অধিদপ্তরের কর্মকর্তা নিজেই এক নারীকে নিয়ে মাদক সেবন করছে।
সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের সঙ্গে এক নারীর মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই বিষয়টি নিয়ে পিরোজপুর এলাকাতে শুরু হয়েছে তুমুল আলচনা সমালোচনা। নেট দুনিয়াতে ভাইরাল হওয়া এ ছবিতে দেখা যায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার একটি বেডরুমের খাটের ওপরে বসে খোলামেলা পোষাকে এক নারীর সঙ্গে ইয়াবা সেবন করছেন। এ সময় তারা পৃথক দুটি পাইপের মাথায় নেশা জাতীয় দ্রব্য লাগিয়ে সেবনে মত্ত রয়েছে।
এ বিষয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকারকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি তার ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি তার কার্যালয়ের রুমে তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। অফিসের অন্য কর্মচারীরাও মাদক সেবনের এ ব্যাপারে কিছু বলতে রাজি হন নি।তিনি কোথায় আছেন সঠিক ভাবে তা কেউ বলতে পারছেন না।সামাজিক যোগাযোগে ভাইরাল হওয়া এসব অসামাজিক দৃশ্য দেখে পিরোজপুরের সুশীল সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ ছাত্র ও নারী শিক্ষার্থীরা মন্তব্য করে বলেছেন, ‘অদ্ভুত আমলাতান্ত্রিক উটের কবলে বাংলাদেশ’। তা না হলে একজন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হয়ে কি ভাবে এক সঙ্গে নারী নিয়ে মাদক সেবন করেন ? তার দারা কতটুকুই বা মাদক নিয়ন্ত্রণ সম্ভব এটাই এখন প্রশ্ন সবার।
এ বিষয়ে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়টি এখনো আমার নজরে আসেনি। তবে আমি মাদক সেবনের বিষয়টি খোঁজ নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। আপরাধ করে কেউ পার পাবার সুজোগ নেই বলে জানান তিনি।
Leave a Reply